দুটি ফ্রন্ট ও দুটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন আনছে হুয়াওয়ে

মোবাইল ফোন রিভিউ September 21, 2017 1,805
দুটি ফ্রন্ট ও দুটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন আনছে হুয়াওয়ে

স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরার ব্যবহার প্রচলিত হতে শুরু করেছে। তবে ডুয়েল রিয়া ক্যামেরার সাথে এবার দেখা মিলবে ডুয়েল ফ্রন্ট ক্যামেরার। এমনই একটি স্মার্টফোন বাজারে আনছে হুয়াওয়ে।


হুয়াওয়ে মেট ১০ লাইট মডেলের এই স্মার্টফোনটি ২২ সেপ্টেম্বর চীনের বাজারে উন্মুক্ত করা হবে।


চীনের বাজারে স্মার্টফোনটি Maimang 6 নামে আসবে এবং অন্যান্য দেশের বাজারে এর নাম হবে মেট ১০ লাইট। প্রায় বেজেলবিহীন এই স্মার্টফোনের ডিসপ্লের আস্পেক্ট রেশিও হবে ১৮:৯।


স্মার্টফোনটিতে থাকবে ৫.৯ ইঞ্চি ডিসপ্লে, কিরিন ৬৫৯ চিপসেট, ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। এতে থাকবে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।


মেট ১০ লাইটে রিয়ার ক্যামেরা হিসেবে থাকবে ১৬ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটি সেন্সর। অন্যদিকে সামনে থাকবে ১অ ২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও ভিত্তিক ইমোশন ইউআই ৫.১।


নভেম্বরের মাঝামাঝি সময়ে বিভিন্ন দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে। এর মূল্য হতে পারে ৩৭৯ ইউরো।