৫২৯০ টাকায় দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন আনল আইটেল

মোবাইল ফোন রিভিউ September 20, 2017 2,663
৫২৯০ টাকায় দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন আনল আইটেল

দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাক আপ এর নিশ্চয়তা দিতে আইটেল মোবাইল দেশের বাজারে নিয়ে এসেছে পি ১১ মডেলের একটি স্মার্টফোন। মাত্র একবার চার্জে ৫০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে এবং একটানা ব্যবহারে ৩ দিন পর্যন্ত সচল থাকবে আইটেলের নতুন এই মোবাইলটি।


সম্প্রতি দেশের বাজারে মোবাইলটি বাজারজাত করা হয়। ৫,০০০এম এ এইচ পাওয়ারফুল ব্যাটারি দ্বারা চালিত এই স্মার্টফোনের বিশেষ বৈশিষ্ট্য সুপার পাওয়ার সেভিং মোড এবং স্মার্ট পাওয়ার ব্যাংক ম্যানেজমেন্ট - অন্যান্য মোবাইল ডিভাইসের চার্জার হিসেবে ব্যবহার করা যেতে পারে ।


অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শমেলো) অপারেটিং সিস্টেমে চালিত এই মোবাইলটিতে রয়েছে ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক জিবি র‌্যাম, আট জিবি ইন্টারন্যাল মেমোরি, পাঁচ মেগাপিক্সেল ব্যাক (অটোফোকাস) এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।


আইটেলের এই মোবাইলটির বাজার মূল্য ৫২৯০ টাকা এবং সঙ্গে থাকছে ১২ মাস পর্যন্ত বিক্রয়োত্তর সেবা।