সাধারন জ্ঞানের আসর - ১৩৫তম পর্ব

সাধারণ জ্ঞান September 20, 2017 2,631
সাধারন জ্ঞানের আসর - ১৩৫তম পর্ব

► পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়।


► বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন বিল মোগরিজ।


► চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে এর ওজনের ১/৬ ভাগ।


► বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুত খরচ একই হয়।


►বিশ্বের বৃহত্তম পার্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক।


► ডি নদী হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী।


► যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল ফেডারেল রিজার্ভ সিস্টেম।


► যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না!!


► লেবানন যে দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে : ফ্রান্স (২৬তম বিসিএস)।


► ডাকটিকেটের পেছনে প্রথম আঁঠা লাগানোর পদ্ধতি চালু করে সিয়েরা লিয়ন নামের আফ্রিকা মহাদেশের দেশটি। সালটা ছিলো ১৯৬৪।


► ‘আল-জাজিরা’ যে দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : কাতার।


► আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।


► ১৮১৭ সালে Baron von Drais প্রথম বাই সাইকেল তৈরি করেন যেটার কিনা চালানোর জন্য কোনও প্যাডেল ছিল না। মানুষ নিজে হেট…ে এটি চালাতও !


► বিশ্বের প্রাচীনতম দেশ হচ্ছে সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।


► বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হল মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট