ইনটেক্সের কম দামের স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ September 20, 2017 783
ইনটেক্সের কম দামের স্মার্টফোন

কম দামে স্মার্টফোন দিচ্ছে ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স। প্রতিষ্ঠানটির এন্ট্রি লেভেলের গ্রাহকদের কথা চিন্তা করে বাজারে দুইটি ফোন ছেড়েছে। এগুলো হলো ইনটেক্স অ্যাকুয়া ক্লাউড সি ওয়ান এবং অ্যাকুয়া এস ওয়ান। ফোন দুইটির দাম যথাক্রমে ৩৪৯৯ রুপি এবং ৩৯৯৯ রুপি। উভয় ফোন অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও এতে ফোরজি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।


ইনটেক্স ক্লাউড সি ওয়ান ফোনটিতে আছে ৪ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮০০ পিক্সেল। ফোনটিতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম রয়েছে। মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


অন্যদিকে ইনটেক্স অ্যাকুয়া এস ওয়ান ফোনটিতে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে আছে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। ফোনটিতে ১.২৫ গিগাহার্জের কোয়াডকোর মিডিয়াটেক এমটি৬৭৩৭ ভি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ১ জিবি র‌্যাম সমৃদ্ধ ফোনটিতে ৮ জিবি বিল্টইন মেমোরি আছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে ১২৮ জিবি করা যাবে।


ছবির জন্য ফোনটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে।