জিওনির ৬ জিবি র‌্যামের ফোন

মোবাইল ফোন রিভিউ September 18, 2017 628
জিওনির ৬ জিবি র‌্যামের ফোন

নতুন একটি ফোন এনেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। ফোনটির মডেল জিওনি এম সেভেন। সম্প্রতি জিওনি এই ফোনটির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে চীনের মাইক্রোব্লগিং সাইট উইবো। উইবোর তথ্য মতে ফোনটি ২৫ সেপ্টেম্বর চীনের বাজারে অবমুক্ত করা হবে।


ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হবে। এতে থাকবে ৬জিবি র‌্যাম এছাড়াও ফোনটিতে হালনাগাদের কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে।


জিওনি এম সেভেন ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x১০৮০ পিক্সেল। এতে ২.৩ গিগাহার্জের মিডিয়াটেক এমটি৬৭৫৮ প্রসেসর রয়েছে।


৬ জিবি র‌্যামের এই ফ্লাগশিপ ডিভাইসটিতে ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। ছবির জন্য আছে ১৫ মেগাপিক্সেলের রিয়ার ও ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।