লেবু ও বেকিং সোডা: দূর হবে চুলের রং

রূপচর্চা/বিউটি-টিপস September 18, 2017 894
লেবু ও বেকিং সোডা: দূর হবে চুলের রং

শখ করে চুল রঙিন করার পর দেখলেন একদম মানাচ্ছে না! দুশ্চিন্তার কারণ নেই। প্রাকৃতিক উপায়েই দূর করা যায় চুলের রং। বেকিং সোডা ও লেবুর রসের পেস্টের সাহায্যে রং যেমন ফিকে করতে পারবেন প্রয়োজন মতো, তেমনি একেবারে দূর করার জন্যও কার্যকর এটি। লেবু যেমন প্রাকৃতিকভাবে ব্লিচ করতে সক্ষম, তেমনি বেকিং সোডায় থাকা অ্যাসিডিক উপাদান চুলের ক্ষতি ছাড়াই দূর করতে পারে রং।


তৈলাক্ত চুলের জন্য

- একটি পাত্রে ৩ টেবিল চামচ বেকিং সোডা নিন।


- লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন।


- চুলের রঙিন অংশে পেস্ট লাগিয়ে রাখুন।


- আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


- একবারে রং না উঠলে পর পর কয়েকদিন ব্যবহার করুন এটি।


শুষ্ক চুলের জন্য

- বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন।


- মেয়োনেজ মিশিয়ে নিন পেস্টে।


- একইভাবে চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।