ঢাকায় বসবাসকালে যে যে উপদেশ মেনে চলা আবশ্যক

মজার সবকিছু September 17, 2017 1,975
ঢাকায় বসবাসকালে যে যে উপদেশ মেনে চলা আবশ্যক

v মলম নিয়ে কখনই খোলামেলা ঘুরবেন না ও ফার্মেসি থেকে কিনবেন না, একটা দুর্ঘটনা আপনাকে দিতে পারে মলমপার্টির গর্বিত মেম্বারশিপ ও শ্রীঘর দর্শনের সুবর্ণ সুযোগ।


v মেয়ে নিয়ে পালিয়ে বিয়ে করার মত আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। একবার ফার্মগেট টু গুলিস্তান জ্যামে পড়লে পালিয়ে যাবেন কতদূর?


v প্রেম করার আগে যুব উন্নয়ন কেন্দ্রের পরামর্শ নিন। কেননা রেস্টুরেন্টের নগরীতে প্রেম করা মানে প্রতি ডেটিংয়ে পকেটের উপর দিয়ে ঘূর্ণিঝড় যাওয়ার ঝুঁকি আছে। মানসিকভাবে শক্ত থাকা আবশ্যক।


v ছিনতাইকারী, পকেটমারদের এবং ট্রিট চাওয়া বন্ধুদের রুখে দিতে পকেটহীন পোশাক পরিধান করুন। মানিব্যাগ গোপনে বহন করুন।


v জ্যামে আটকা পড়লে বারবার বাইরে অথবা ঘড়ির দিকে তাকাবেন না। কারণ আপনার এই মানসিক অস্থিরতা পরবর্তীতে এনে দিতে পারে চাকরিতে জটিলতা, দাম্পত্যকলহ, প্রেমে ব্যর্থতার মতো বড় বড় জাতীয় ইস্যু।


v গুলিস্তানের ৩০০ টাকার এনার্জি বাল্ব ১০০ টাকা... এ ধরনের ব্যাপারগুলোকে ইগনোর ও ব্যঙ্গাত্মক করবেন না। কেননা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এই স্লোগানকে উপজীব্য করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে কাজ করুন।