শার্পের ৬ জিবি র‌্যামের ফোন

মোবাইল ফোন রিভিউ September 16, 2017 1,497
শার্পের ৬ জিবি র‌্যামের ফোন

শক্তিশক্তি কনফিগারেশনের একটি ফোন এনেছে শার্প। ফোনটির মডেল অ্যাকুয়াস এস ২। এই ফোনটিতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটির আরেকটি বিশেষত্ব আছে। এতে ব্যবহার করা হয়েছে বেজেললেস ডিসপ্লে।


ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২০৪০x ১০৮০ পিক্সেল। বেশ কয়েকটি রঙে ফোনটি পাওয়া যাবে।


চীনের বাজারে দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। অন্য ভার্সনে আছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ৪ জিবি ও ৬ জিবি র‌্যামে ফোনটি পাওয়া যাবে।


৩০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির এই ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে শার্পের নিজস্ব ইউজার ইন্টারফেস।


ছবির জন্য ফোনটিতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা। একটি ১২ অন্যটি ৮ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফোনটির মূল্য ৩৭২ ডলার।