চুলকে করে তুলুন ঝলমলে ও শাইনি

রূপচর্চা/বিউটি-টিপস September 15, 2017 1,444
চুলকে করে তুলুন ঝলমলে ও শাইনি

একটু সতর্ক থাকলেই আপনিও হতে পারেন কাঙ্খিত লম্বা চুলের অধিকারী। লম্বা চুল দেখতে যেমন সুন্দর তেমনি এর বিশেষ যত্নেরও প্রয়োজন। সঠিক পরিচর্যা আপনাকে দিতে পারে কম সময়ের মধ্যে আকর্ষণীয় লম্বা চুল। আপনি চাইলেই নিজের খানিকটা পরিচর্যা করে নিয়ে সকলের নজর কাড়তে পারেন। খুব সামান্য সময় ব্যয় করে পেতে পারেন ঝলমলে চুল। মাত্র ২০ মিনিট সময় ব্যয় করে চুলের নিষ্প্রাণ ভাব দূর করে দিয়ে চুলকে করে তুলুন ঝলমলে ও শাইনি। চলুন তবে দেখে নেয়া যাক কি করতে পারেন আকর্ষণীয় লম্বা চুল পেতে চাইলে।


উপকরণ :

দুধ প্রয়োজন মতো

২ টেবিল চামচ মধু

১ টি মাঝারি আকারের গোটা লেবুর রস


পদ্ধতি :

- একটি বাটিতে দুধ ঢেলে নিয়ে এতে গোটা লেবুর রস চিপে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে মধু দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিন।


- চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিন। চুল ধুয়ে নিয়ে এই মিশ্রণটি ভালো করে ঘষে ঘষে পুরো চুলে লাগিয়ে নিন।


- ২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন।


- ২০ মিনিট পড়ে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন।


- চুল খুব ভালো করে ধুবেন যাতে মিশ্রণটি পুরোপুরি চুল থেকে চলে যায়।


- চুল ভালো করে শুকিয়ে নিন। দেখবেন দারুণ ঝলমল করছে আপনার নিষ্প্রাণ চুলগুলো।


সতর্কতা :

এই মাস্ক ব্যবহারের পর চুল পুরোপুরি না শুকানো পর্যন্ত সূর্যের আলোতে বের হবেন না। লেবুর রসের সাথে সূর্যের আলোর বিক্রিয়ায় চুল ব্লিচ হয়ে বাদামী হয়ে যাবে।