শিক্ষক : ধর, তীর থেকে মাইলখানেক নৌকা বেয়ে চলে গেছো তুমি, এমন সময় ঝড় উঠল। কী করবে তখন?
ছাত্র : নোঙর ফেলে দেব।
শিক্ষক : ধরো, আরেকটা ঝড় উঠল।
ছাত্র : আর একটা নোঙর ফেলব।
শিক্ষক : হুঁ, যদি আরেকটা ঝড় ওঠে?
ছাত্র : আরেকটা নোঙর ফেলব।
শিক্ষক : আরে, এত নোঙর তুমি পাচ্ছ কোথায়?
ছাত্র : যেখান থেকে আপনি এত ঝড় পাচ্ছেন।