ইনটেক্স আনলো সাশ্রয়ী দামের ফোন

মোবাইল ফোন রিভিউ September 14, 2017 817
ইনটেক্স আনলো সাশ্রয়ী দামের ফোন

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স নতুন একটি ফোন সেদেশের বাজারে ছেড়েছে। মডেল ইনটেক্স অ্যাকুয়া ৫.৫ ভিআর প্লাস। সাশ্রয়ী দামের এই ফোনটি অ্যানড্রয়েডের সর্বাধুনিক অপারেটিং সিস্টেম চালিত। এর মূল্য ৫ হাজার ৭৯৯ রুপি। ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করা যাবে।


ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে ১.২ গিগাহার্জের কোয়াডকোর মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। ২ জিবি র‌্যাম সমৃদ্ধ ফোনটিতে ১৬ জিবি রম আছে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


ডুয়েল সিমের এই ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্লাশ আছে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ব্যাকআপের জন্য আছে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


কানেকটিভিটির জন্য আছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস।