খুশকি দূর করে আদা

রূপচর্চা/বিউটি-টিপস September 13, 2017 875
খুশকি দূর করে আদা

আদার রসে থাকা বিভিন্ন উপকারী উপাদান প্রাকৃতিকভাবে দূর করতে পারে খুশকির সমস্যা। খুশকি ও চুলকানি দূর করার পাশাপাশি চুল দ্রুত বাড়াতেও সাহায্য করে এটি। ঝলমলে চুলের জন্য সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আদা।


জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন আদা. . .


আদা-তেল

একটি পাত্রে ১ কাপ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ আদার গুঁড়া মেশান। ভালো করে নেড়ে তেল গরম করে নিন। ছেঁকে তেলটুকু ব্যবহার করুন মাথার ত্বকে। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


আদার হেয়ার প্যাক

৪ টেবিল চামচ আদা বাটার সঙ্গে ৩ টেবিল চামচ টক দই মেশান। হেয়ার প্যাকটি চুল ও মাথার তালুতে ব্যবহার করুন। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।


আদার রস

আদার রসে তুলা ভিজিয়ে মাথার তালুতে ব্যবহার করুন। এটি খুশকির পাশাপাশি ত্বকের চুলকানি দূর করবে।


চুলে আদা ব্যবহার করবেন কেন?

- খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে চুল খুশকিমুক্ত রাখে আদার রস।


- আদায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-সেপটিক উপাদান যা মাথার ত্বকের চুলকানি দূর করে।


- চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়াতে পারে আদা। এতে চুল বাড়ে দ্রুত।


- আদায় রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল।


- চুল পড়া বন্ধ করতে পারে আদা।