৩২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে হুয়াওয়ে

মোবাইল ফোন রিভিউ September 12, 2017 852
৩২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে হুয়াওয়ে

সম্প্রতি চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের সর্বাধুনিক প্রসেসর কিরিন ৯৭০ অবমুক্ত করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় তাদের আপকামিং ফোন মেট টেন এবং মেট টেন প্রোতে থাকবে এই প্রসেসর। এরই মধ্যে মেট টেন প্রোর কনফিগারেশন অনলাইনে ফাঁস হয়েছে।


প্রযুক্তিখবর ফাঁসকারী ইভান ব্লাস এই তথ্য ফাঁস করেছেন। ফাঁস হওয়া তথ্য মতে, মেট টেন প্রো ‘ব্লাঙ্ক’কোড নেমে তৈরি হচ্ছে। ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি হবে পানি ও ধুলোরোধী।


হুয়াওয়ে ফ্লাগশিপ ফোন মেট টেন প্রোতে থাকছে ৫.৯৯ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৮৮০ পিক্সেল। এতে অক্টাকোর কিরিন ৯৭০ প্রসেসর ছাড়াও থাকছে মালি জি৭২এমপি১২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।


ডুয়েল সিমের এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে। এর মধ্যে একটি হবে ২০ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর সম্বলিত ক্যামেরা। অন্যটি ১২ মেগাপিক্সেলের আরজিবি সেন্সর সম্বলিত। উভয় ক্যামেরা লেইকার তৈরি। এতে ডুয়েল এলইডি ফ্লাশ থাকছে। সেলফির জন্য ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।


কানেকটিভিটির জন্য ফোনটিতে ফোরজি, ভোএলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লটুথ, জিপিএস এবং এনএফসি থাকছে।