প্রশ্ন : সিগারেট বিক্রি করা জায়েজ কি? আমি একজন ছোট্ট ব্যবসায়ী। আমি এটা বিক্রি করতে পারব কি এবং বিক্রি করলে কোনো গুনাহ হবে কি না?
উত্তর : বিড়ি বা সিগারেট বিক্রি করা কোনোভাবেই জায়েজ নেই। এ যুগের প্রায় সব ওলামায়ে কেরামের ঐকমত্যে এটি হারাম। তাই এটা বিক্রি করা হারাম।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন