বেজেল বিহীন ডিসপ্লে ফিচারে উন্মুক্ত হলো শাওমি এমআই মিক্স ২

মোবাইল ফোন রিভিউ September 11, 2017 945
বেজেল বিহীন ডিসপ্লে ফিচারে উন্মুক্ত হলো শাওমি এমআই মিক্স ২

চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের বেজেল বিহীন স্মার্টফোন এমআই মিক্স ২ উন্মুক্ত করেছে। এর আগে প্রতিষ্ঠানটি তাদের প্রায় বেজেল বিহীন স্মার্টফোন এমআই মিক্স গত বছর অক্টোবরে উন্মুক্ত করেছিল। এই ফোনের ৬জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৯৯ চায়না ইয়েন যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার টাকা প্রায়। এছাড়াও এই ফোনের সিরামিক বডির স্পেশাল এডিশনের দাম ৪ হাজার ৬৯৯ ইয়েন এবং এই এডিশনে রয়েছে ৮ জিবি র‍্যাম।


এমআই মিক্স২ ফোনের ফিচারে রয়েছে ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে এবং ডুয়েল সিমের এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮৩৫ এসওসি। ছবি তোলার জন্য আছে ১২ মেগাপিক্সেল সনি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ব্যাক আপের জন্য রয়েছে ৩ হাজার ৪০০ এমএএইচ ব্যাটারি।