জুম্মা বা ঈদের নামাজ পড়তে গিয়ে জুতা চুরি হওয়ার ঘটনা আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজার জীবনে নিশ্চয়ই এ এক বিরল অভিজ্ঞতা! কিন্তু উসমান খাজার জুতা চুরি হওয়ার নেপথ্যে কারণ কী হতে পারে! এটি কি উদ্দেশ্যমূলক? এটি কি চক্রান্ত? নাকি আসলে চুরি নয়, এর পেছনে আছে অন্য কিছু?
* যিনি উসমান খাজার জুতা চুরি করেছেন ওনি বোধহয় উসমান খাজার অনেক বড় ভক্ত। প্রিয় মানুষের কিছু একটা নিজের কাছে রেখে দিতে পারাটা গৌরবের বিষয়। বুক ফুলিয়ে মানুষজনের কাছে এটা-সেটা বলে বেড়ানো যাবে। অনেক তারকাই তো নিজের ব্যবহার্য সুতরাং, ভক্তের জুতা চুরি করাটা দোষের কিছু না।
* ঢাকা টেস্টের সময় উসমান খাজা বোধহয় গুলিস্তান থেকে খুব সস্তাদরে তার জুতাগুলো কিনেছিলেন। উসমান খাজার পায়ে এতো নিন্মমানের, কমদামি জুতা দেখে চট্টগ্রামবাসী কিঞ্চিত মাইন্ড খেয়েছিল। তাই তারা কমদামি জুতা সরিয়ে তার জায়গায় এক জোড়া দামি জুতা রেখে দিয়েছিলেন। কিন্তু খাজা ভাই ব্যাপারটা বুঝতে না পেরে, বলে দিয়েছে ওনার জুতা চুরি হয়েছে।
* জামাই বাবুর জুতা চুরি করা আমাদের ঐতিহ্যের অংশ। আর অজিরা তো আমাদের দেশে জামাই আদরেই ছিলেন নিঃসন্দেহে। তাই জামাই ভেবে মানে আপন মনে করে হয়তো...
* একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জুতা চুরি করাটা কম-সম ব্যাপার না। যিনি চুরি করেছেন তিনি এই জুতা অনেক দামে বিক্রি করতে পারবেন। চাইলে নিলামেও উঠাতে পারবে। কিন্তু হতে পারে, চোরের চুরি ক্যারিয়ারে একটা অস্ট্রেলিয়ান বা বিদেশি জুতা চুরি করার বড় শখ ছিল! সেই শখের বশেই হয়তো...
* শহরের অনেক জায়গাতেই চুরি করা জুতা কিনতে পাওয়া যায়। মানে, জুতা চুরি করে এনে তা আবার অন্য কারো কাছে বিক্রি করে। উসমান খাজা হয়তো ওইসব চুরি করা জুতাই কিনেছিলেন। যে জুতার আসল মালিকের বাসা চট্টগ্রাম। জুতার আসল মালিক জুতাগুলো দেখেই চিনে ফেলেছেন এইগুলা তার ঢাকায় চুরি হয়ে যাওয়া জুতা। ব্যস, যার জুতা সে নিয়ে গেছে। এটা আসলে চুরির পর্যায়ে পড়ে না।
* এই কিছুদিন দেশে কোনো ইস্যু নেই। দেশে কোনো ইস্যু না থাকা মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে, লবণ ছাড়া পান্তাভাতের মতো লাগা। একটা ইস্যু বানিয়ে, তা নিয়ে ট্রুল করার জন্য, কোনো জনপ্রিয় ফেসবুক পেজের অ্যাডমিন হয়তো জুতাগুলা সরিয়ে ফেলেছেন!
* উসমান খাজার জুতা যে আসলেই চুরি হয়েছে তার সত্যতা কতটুকু? মানুষ সবকিছু নেগেটিভ ভাবে নেয়। এমনও তো হতে পারে, চট্টগ্রামের কোনো একটা জাদুঘরে খাজার জুতা সংগ্রহ করে রাখার জন্য, জুতাজোড়া সরিয়ে ফেলেছেন, জাদুঘর কর্তৃপক্ষ! হয়তো উনি এত দ্রুতবেগেই রান করেন, জাদুঘর কর্তৃপক্ষ ভেবেছে এই খেলোয়াড়ের জুতা তো জাদুঘরে থাকা উচিত!