রোদ, ধুলাবালি ও নিয়মিত অযত্নে চুল হয়ে যায় বিবর্ণ ও রুক্ষ। সপ্তাহে একদিন ডিমের হেয়ার প্যাক ব্যবহার করলে প্রাণহীন চুল হবে ঝলমলে। এছাড়া চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করতেও কার্যকর ডিমের হেয়ার প্যাক।
জেনে নিন ডিম কীভাবে ব্যবহার করবেন চুল. . .
ডিমের হেয়ার প্যাক
- একটি পাত্রে দুটি ডিম ফেটিয়ে নিন।
- চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান ফেটানো ডিম
- ১৫ মিনিট অপেক্ষা করুন।
- মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
ডিম ও নারকেলের দুধ
- একটি পাত্রে ৩টি ডিমের কুসুম নিন।
- আধা কাপ নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে নিন।
- মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন।
- ২ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
ডিম ও দই
- একটি পাত্রে আধা কাপ টক দই নিন।
- ২টি ডিম মেশান।
- ভালো করে ফেটান মিশ্রণটি।
- চুল ও মাথার ত্বকে লাগান হেয়ার প্যাকটি।
- ২ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
ডিম ও নারকেলের তেল
- ২টি ডিম ফেটান।
- ৫ টেবিল চামচ নারকেলের তেল মেশান।
- মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ২ ঘণ্টা।
- শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
চুলে ডিম ব্যবহার করবেন কেন?
- ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে চুল।
- ডিমে থাকা পুষ্টি উপাদান চুল করে স্বাস্থ্যোজ্জ্বল।
- বিবর্ণ ও ফেটে যাওয়া চুলে প্রাণ ফিরিয়ে আনে ডিম।
- ডিমে থাকা প্রোটিন, সালফার ও বায়োটিন চুলের গোড়া মজবুত করে।
- চুল পড়া বন্ধ করতে পারে ডিম।
- চুল প্রাকৃতিকভাবে ঝলমলে করতে জুড়ি নেই ডিমের।