হাঁটুর ওপর কাপড় উঠলে কী অজু নষ্ট হয়?

ইসলামিক শিক্ষা September 9, 2017 2,038
হাঁটুর ওপর কাপড় উঠলে কী অজু নষ্ট হয়?

প্রশ্ন : হাঁটুর ওপর কাপড় উঠলে অজু নষ্ট হবে কি?


উত্তর : হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয় না। এটি অজু ভঙ্গকারী কোনো কাজ নয়। ওলামায়ে কেরাম অজু ভঙ্গের যেসব কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে এটি অন্তর্ভুক্ত নয়।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন