বাজারে এলো স্যামসাংয়ের নতুন ট্যাব। মডেল গ্যালাক্সি ট্যাব এ ২০১৭ এডিশন। ট্যাবটিতে কোয়াড কোর সিপিইউ এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
স্যামসাংয়ের নতুন এই ট্যাবটিতে ৮ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৮০০ পিক্সেল। ফোনটির পুরুত্ব ২১২.১x১২৪.১x৮.৯ মিলিমিটার। ওজন ৩৬৪ গ্রাম এতে ১.৪ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর রয়েছে।
২ জিবি র্যাম সমৃদ্ধ ট্যাবটিতে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। ছবির জন্য ট্যাবটিতে আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটি ভিয়েতনামের বাজারে ছাড়া হয়েছে। দেশটির বাজারে ফোনটির মূল্য ৬, ৪৯০, ০০০ ভিয়েতনাম ডলার। যা মার্কিনে ডলারে দাঁড়ায় ২৮৫।