৬ জিবি র‌্যামে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ September 9, 2017 1,259
৬ জিবি র‌্যামে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন

৬ জিবি র‌্যামের শক্তিশালী ব্যাটারি একটি ফোন বাজারে আনছে ইউএমআইডিজিআই নামের একটি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান। ফোনটির মডেল এস টু।ফোনটিতে ৫১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই মাসেই ফোনটি বাজারে আসার কথা রয়েছে।


ফোনটিতে আছে ৬ ইঞ্চির এইচডি শার্প টিডিডিআই ইনসেল ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য ২.৫ গরিলা গ্লাস ৪ প্রটেকশন রয়েছে।


ফ্লাগশিপ ঘরানার এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি২০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি ব্যবহার করা হয়েছে। ফোনটির মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৬ জিবি র‌্যামের পাশাপাশি ৪ জিবি র‌্যাম ভার্সনেও ফোনটি পাওয়া যাবে।


ছবির জন্য ফোনটিতে আছে ১৩ এবং ৫ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা। এতে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


কানেকটিভিটির জন্য আছে ওয়াইফাই, জিপিএস, ব্লটুথ, ইউএসবি, এনএফসি এবং ফোরজি।


ফোনটির প্রত্যাশিত মূল্য ১৭৯ ডলার।