নতুন একটি ফোন আনতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি এস ৯ মডেলের এই ফোনটি নিয়ে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ফোনটি আগামী বছরের শুরুর দিকে বাজারে আসবে।
দ্যা কোরিয়া হেরাল্ড জানিয়েছে, গ্যালাক্সি এস ৯ বাজারে আসতে পারে পরের বছর জানুয়ারিতে। সুতরাং যা মনে করা হয়েছিল, তার আগেই লঞ্চ করানোর ভাবনাচিন্তা রয়েছে ফোনটির। এই অনুমান ধরেই যদি আমরা এগোই তাহলে নভেম্বর থেকেই ওএলইডি ডিসপ্লে আমদানি করা শুরু করবে স্যামসাং। আসলে ফোন বাজারে আসার মাস দুয়েক আগে থেকে ফোনের আনুসঙ্গিক জিনিসপত্র আমদানি করা হয়।
গ্যালাক্সি এস ৯-কে বলা হচ্ছে প্রজেক্ট স্টার। তুখোর এই ফোন বাজারে ব্যাপক হৈচৈ ফেলবে বলে খবর।
ফোনটিতে থাকছে কিউএইচডি প্লাস সুপার অ্যামোলিড ইনফিনিটি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে হবে গ্যালাক্সি এস এইটের মতই। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৫:৯।
স্যামসাং গ্যালাক্সি ৯ এ থাকছে ৪জিবি। গ্যালাক্সি এইটের মতোই ডুয়াল ক্যামেরা থাকবে এতে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট থাকার কথা রয়েছে।