স্ত্রীর আকিকা স্বামী দিতে পারবে কি?

ইসলামিক শিক্ষা September 8, 2017 2,297
স্ত্রীর আকিকা স্বামী দিতে পারবে কি?

প্রশ্ন : আমার স্ত্রীর আকিকা আমি নিজে করতে পারব কি?


উত্তর : সুন্দর প্রশ্ন করেছেন। সম্ভবত আপনার স্ত্রীর আকিকা করা হয়নি। এখন ভাবছেন স্ত্রীর আকিকা করবেন কি না।


না, স্ত্রীর আকিকার দায়িত্ব আপনার ওপর দেওয়া হয়নি।


আপনার ওপর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি ভরণপোষণের এই দায়িত্বটুকু পালন করুন, আকিকার দায়িত্ব আপনি না নিলেও চলবে।


আগে আকিকা করা না হয়ে থাকলে এখন আর আকিকা করার প্রয়োজন নেই, যেহেতু যথাসময়ে তাঁর আকিকা করা হয়নি। যখন আকিকা করার কথা ছিল, তখন হয়নি, তাই এখন আকিকা করার প্রয়োজন আছে, বিষয়টি এমন নয়।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''