চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনর ৬ প্লে উন্মুক্ত করা হয়েছে। ৪জি ভিওএলটিই সমর্থিত এই ফোনে রয়েছে ৩ হাজার ২০ এমএএইচ ব্যাটারি। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯৯ চায়না ইয়েন যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত হাজার টাকা।
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের এই ফোনে আছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এছাড়া ফোনের ফিচারে রয়েছে কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৭টি এসওসি। সাথে আছে ২ জিবি র্যাম। ছবি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। অনর ৬ প্লে ফোনে রয়েছে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। তবে নতুন এই ফোন চীনের বাহিরের বাজারে কবে আসতে পারে সে বিষয়ে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
এদিকে সম্প্রতি হুয়াওয়ে অনর ভি৯ প্লে ফোন উন্মুক্ত করেছে। আর ডুয়েল সিম সুবিধার এই ফোনে আছে অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেম।