শক্তিশালী ব্যাটারির একটি ফোন বাজারে ছাড়তে যাচ্ছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। ফোনটির মডেল লেনোভো কে এইট প্লাস। এই ফোনটিতে দুই রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে মেডিয়াটেক হেলিও পি২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৩ জিবি র্যামের এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের
ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে।
চীনের বাজারে ফোনটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ২২০ ডলার।