ত্বকের বিবর্ণ ভাব দূর করার পাশাপাশি ক্লান্তি মুছে ফেলতে ঘুমানোর আগে ঝটপট ত্বকে ঘষে নিন পটেটো আইস কিউব। এটি নিয়মিত ব্যবহারে দূর হবে ত্বকের বলিরেখা ও কালচে দাগ। প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জুড়ি নেই পটেটো আইস কিউবের।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন পটেটো আইস কিউব
- একটি পাত্রে আধা কাপ আলুর রস, আধা কাপ পানি ও ১টি লেবুর রস মেশান। দ্রবণটি বরফের ট্রেতে করে ফ্রিজে রাখুন সারারাত।
- সমপরিমাণ আলুর রস ও চাল ধোয়া পানি একসঙ্গে বরফ জমিয়ে ব্যবহার করুন ত্বকে।
- নারকেলের দুধ ও আলুর রস সমপরিমাণে মিশিয়ে বরফের ট্রেতে জমিয়ে নিন।
- রাতে ঘুমানোর আগে চক্রাকারে পটেটো আইস কিউব ঘষুন ত্বকে। প্রাকৃতিকভাবে শুকিয়ে গেলে ঘুমিয়ে পড়ুন। পরদিন ধুয়ে ফেলুন ত্বক।
ত্বকে পটেটো আইস কিউব ব্যবহার করবেন কেন?
- আলুতে রয়েছে ভিটামিন এ, সি ও বি। এগুলো ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
- আলুতে থাকা এনজাইম ত্বকের দাগ দূর করে উজ্জ্বল ও সুন্দর করে ত্বক।
- আলু প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে ত্বক। ফলে ত্বকে আসে জৌলুস।
- চোখের নিচের কালচে দাগ দূর করে আলু।