

নকিয়া ফোনের ভক্তদের জন্য সুখবর। শিগগিরই বাজারে আসছে নকিয়ার মিনি ফোন। ফোনটির মডেল নকিয়া পিনেঙ্গ মিনি। সম্প্রতি এই ফোনটির কনসেপ্ট ছবি ও তথ্য প্রাইজপ্রোনি নামের একটি ব্লগসাইটে প্রকাশিত হয়েছে।
ওই ব্লগ সাইটের তথ্য মতে শক্তিশালী কনফিগারেশনে নকিয়া মিনি বাজারে আসছে। এতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হবে।
নকিয়ার নতুন এই ফোনটিতে ৫.৩ ইঞ্চির ওলিড ডিসপ্লে ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের রেজুলেশন ২৫৮০ বাই ৩৭৯০ পিক্সেল। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৬ চিপসেট থাকছে।
ফোনটির মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
নকিয়া এখন এইচএমডি গ্লোবালের তত্ত্বাবধানে ফোন বিক্রি করছে। এর আগে প্রতিষ্ঠানটি নকিয়া থ্রি, নকিয়া ফাইভ, নকিয়া ৬ বাজারে ছেড়েছে। নকিয়ার বহরে আরও আসছে নকিয়া এইট এবং নকিয়া নাইন। এছাড়াও নকিয়া এজ নামে আরেকটি মডেল বাজারে আসছে।









