নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে সনি

মোবাইল ফোন রিভিউ September 2, 2017 1,042
নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে সনি

নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। ফ্ল্যাগশিপ মডেল দুটি হলো এক্সপেরিয়া এক্সজেড১ এবং এক্সপেরিয়া এক্সজেড১ কম্প্যাক্ট। বার্লিনে চলমান আইএফএ ইলেক্ট্রনিকস শো থেকে সনি স্মার্টফোন দুটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।


ফ্ল্যাগশিপ মডেল দুটির ডিজাইন একই হলেও পার্থক্য রয়েছে ফিচারে। এক্সপেরিয়া এক্সজেড১ মডেলটিতে থাকছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি এইচডিআর ডিসপ্লে। তবে এক্সজেড১ কম্প্যাক্টে রয়েছে ৪.৬ ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট, ৪ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি।



বর্তমানে স্যামসাং, এলজি কিংবা অন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের হাইএন্ড ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা যুক্ত করলেও সনি এখনও সে পথে হাঁটেনি। এই ফোন দুটিতে আছে ১৯ মেগাপিক্সেল মোশন আই ক্যামেরা যাতে আছে এক্সমর আরএস সেন্সর। এক্সপেরিয়া এক্সজেড ওয়ানে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকলেও অন্য সংস্করণটিতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ফোনই ৪জি সমর্থিত।


ফোন দুটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও। এ মাসেই বাজারে আসবে এই দুটি ফ্ল্যাগশিপ।