৮ জিবি র‌্যামের ক্যামেরা ফোন আনছে অপো

মোবাইল ফোন রিভিউ September 2, 2017 916
৮ জিবি র‌্যামের ক্যামেরা ফোন আনছে অপো

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো ৮ জিবি র‌্যাম সমৃদ্ধি একটি ফোন আনতে কাজ করছে। মডেল আর ১১ প্লাস। অপোর নতুন এই প্রিমিয়াম ফোনটিতে ২৫৬ জিবি মেমোরি ব্যবহার করা হয়েছে।


ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন থাকছে। এতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর ব্যবহার করা হবে।


৮ জিবি র‌্যামের শক্তিশালী এই ফোনটিতে ১২৮ জিবি বিল্টইন মেমোরি ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ছবির জন্য ফোনটিতে থাকছে ২৪ মেগাপিক্সেরের রিয়ার ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরাও ২৪ মেগাপিক্সেলের।


ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এর দাম জানা গেছে। ফোনটির মূল্য ৭৭৫ ডলার।