গ্রিন টি টোনার: ব্রণমুক্ত ত্বকের জন্য

রূপচর্চা/বিউটি-টিপস August 30, 2017 1,819
গ্রিন টি টোনার: ব্রণমুক্ত ত্বকের জন্য

লোমকূপের ভেতর থেকে ময়লা ও অতিরিক্ত তেল দূর করে ত্বক উজ্জ্বল এবং ব্রণমুক্ত রাখে গ্রিন টি টোনার। এটি প্রতিদিন ব্যবহার করলে ত্বক টানটান থাকে।


যেভাবে তৈরি ও ব্যবহার করবেন গ্রিন টি টোনার


- চুলায় ২ কাপ পানি নিন।


- পানিতে ৩ টেবিল চামচ গ্রিন টি দিন।


- পানি ফুটান কিছুক্ষণ।


- চুলার জ্বাল কমিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন।


- চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন চায়ের লিকার।


- ঠাণ্ডা হলে ১ চা চামচ লেবুর রস মেশান।


- ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল দিন।


- ভালো করে সব উপকরণ মিশিয়ে স্প্রে বোতলে নিন লিকার।


- দিনে বেশ কয়েকবার এটি স্প্রে করুন ত্বকে। রাতে ঘুমানোর আগে, সানস্ক্রিন অথবা মেকআপ ব্যবহারের আগে কিংবা ত্বক ধোয়ার পর ব্যবহার করতে পারেন গ্রিন টি টোনার।


- ফ্রিজে ৫ থেকে ৬ দিন ভালো থাকবে এই টোনার।


ত্বকে গ্রিন টি টোনার ব্যবহার করবেন কেন?


- লোমকূপের ভেতর থেকে ময়লা পরিষ্কার করতে পারে গ্রিন টি টোনার।


- নিয়মিত গ্রিন টি টোনার ব্যবহার করলে ত্বকে আসবে উজ্জ্বলতা।


- গ্রিন টিতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জন্য দায়ী জীবাণু দূর করে। ফলে ব্রণমুক্ত থাকে ত্বক।


- ত্বকের অতিরিক্ত তেলতেল ভাব দূর করতে পারে গ্রিন টি।