৮ জিবি র্যামে আসছে নকিয়ার নতুন ফোন। ফোনটির মডেল নকিয়া আর টেন বিস্ট। শক্তিশালী র্যাম ছাড়াও ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সর্বাধুনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে।
নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়েছে, নকিয়া বেশ কয়েকটি ফোনের কনসেপ্ট তৈরি করেছে। এর মধ্যে অন্যতম আর টেন বিস্ট।
শিগগিরই এই ফোনটির উৎপাদনে যাবে এইচএমডি। এর আগে প্রতিষ্ঠানটি নকিয়া থ্রি, নকিয়া ফাইভ, নকিয়া ৬ বাজারে ছেড়েছে। নকিয়ার বহরে আরও আসছে নকিয়া এইট এবং নকিয়া নাইন। এছাড়াও নকিয়া এজ নামে আরেকটি মডেল বাজারে আসছে।
নকিয়ার ফ্লাগশিপ ফোন আর টেন বিস্টে আছে ৫.৫ ইঞ্চির সুপার এলসিডি টাচস্ক্রিন। এই ফোনটিতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। কালার জেনারেশন টেকনোলজিতে তৈরি ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
৮ জিবি র্যামের এই ফোনটিতে ১২৮ জিবি রম রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত রম বাড়িয়ে নেয়া যাবে।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের পিওরভিউ ব্যাক ক্যামেরা সংযোজন করা হয়েছে। ব্যাকআপের জন্য আছে শক্তিশালী ব্যাটারি। এতে ওয়ারলেস চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
২০১৮ সাল নাগাদ ফোনটি বাজারে আসার কথা রয়েছে।