কলার ফেসপ্যাক: দূর হবে বলিরেখা

রূপচর্চা/বিউটি-টিপস August 25, 2017 1,549
কলার ফেসপ্যাক: দূর হবে বলিরেখা

ত্রিশ পার হলেই ত্বকে বলিরেখার সমস্যা দেখা দেয় আজকাল। চোখের নিচের ত্বকের পাশাপাশি বয়সের ছাপ ফুটে ওঠে মুখের ত্বকে। এই সমস্যা থেকে রেহাই পেতে নিয়মিত কলার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কলা, মধু, দই ও কফির তৈরি এই ফেসপ্যাক ত্বক টানটান রাখার পাশাপাশি উজ্জ্বল ও সুন্দর করে ত্বক।


যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক


- ১টি কলা চটকে নিন।


- ১ চা চামচ কফি পাউডার মেশান।


- ১ চা চামচ মধু মেশান।


- প্রয়োজন মতো টকদই দিয়ে তৈরি করুন পেস্ট।


- ত্বকে পুরু করে লাগান ফেসপ্যাকটি।


- আধা ঘণ্টা পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


- ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান।


কলার ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?


- কলায় থাকা ভিটামিন ও মিনারেল বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে সাহায্য করে।


- ত্বক কোমল ও মসৃণ করে কলা।


- মধু ও কফি ত্বকের জৌলুস বাড়ায়।


- ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারে দূর হয় ত্বকের কালচে দাগ।


- মধু প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে পারে।