ঈদের আগে চুলের যত্নে করণীয়

রূপচর্চা/বিউটি-টিপস August 25, 2017 1,650
ঈদের আগে চুলের যত্নে করণীয়

সপ্তাহটা শেষ হলেই ঈদের সকাল দিয়ে শুরু হবে নতুন সপ্তাহ৷ আর ঈদের দিনে চুটিয়ে আনন্দ আর তাতে সাজ থেকে পোশাক কোনটাই বাদ পড়বেনা৷ ফ্যাশন আদর্শ জায়গা হল মাথার চুল৷ কিন্তু মাথার চুল আর সাজের বাহার মানেই চুলের বারোটা বাজা৷ হেয়ার স্প্রে, ক্রিম, আয়রন, কার্ল, বিভিন্ন ক্যামিকেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় চুল৷


চুলের ক্ষতি রুখতে সবচেয়ে প্রয়োজনীয় এই উৎসবোর আগে থেকেই চুলের যথাযথ মশ্চারাইজার৷ প্রত্যেকেরই প্রতিনিয়ত চুলে মশ্চার প্যাক লাগানো উচিত৷ প্রতিদিন যদি সম্ভব না হয় তবে অবশ্যেই এই উৎসবের আগে অবশ্যই এটি করা উচিত৷ চুলে যথাযথ মশ্চার থাকলে এটি চামড়ার বাইরে একটি স্তর তৈরি করে রাখে ফলে ক্যামিকেল বা কোনটাই চুলের গোড়ায় গিয়ে ক্ষতি করতে পারে না৷


চুলে প্রতিদিন তেল মাখা একটি ভালো অভ্যেস৷ এছাড়াও ঈদের সময় যদি চুলের ক্ষতি না চান তবে অন্তত একসপ্তাহ আগে থেকেই চুলে তেল মাখা শুরু করুন৷ এমন তেল বাছবেন যাতে অলিভ, জোজবা ও রোসমেরির নির্যাস রয়েছে৷ এগুলি মাথার ত্বকের মুখকে বন্ধ করে দেয়৷ ফলে সেভাবে চুলের ক্ষতি হয় না৷


মেহেদি পাউডার নিয়ে তাতে লেবুর রস ও কফি মিশিয়ে পরিমাণ মতো টকদই দিয়ে একটি প্যাক তৈরি করে মাথায় মেখে নিন৷ এবার ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার চুলের আর কোন সমস্যাই থাকবে না৷ এছাড়াও প্রতিদিন রাতে আমন্ড ওয়েল ও অলিভ ওয়েল চুলে মাখা অভ্যেস করুন৷ এটি চুলের স্বাস্থের জন্য উপকারী৷