নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২০১৪তম পর্বে ‘মসজিদে দেওয়া যায় কিন্তু নেওয়া যায় না’ কথাটি সঠিক কি না, সে সম্পর্কে বরিশালের মুলাদী থেকে চিঠিতে জানতে চেয়েছেন বেলায়েত হোসেন ফারুকী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ‘মসজিদে দেওয়া যায়, কিন্তু নেওয়া যায় না’, তাই মসজিদের জমিতে অবস্থিত ফলবান গাছের ফল-ফলাদি মুসল্লিরা কোন শর্তে খেতে পারবেন?
উত্তর : মসজিদে দেওয়া যায় কিন্তু নেওয়া যায় না, এ কথা শুদ্ধ নয়। মসজিদের গাছের ফল-ফলাদি মসজিদের হক।
যদি মসজিদের হক হিসেবে মুসল্লিরা খান, তাহলে সেটি জায়েজ। আর যদি মনে করে যে বিক্রি করে মসজিদের কাজে লাগাবে, সেটাও জায়েজ। এখানে দুটিই জায়েজ রয়েছে। এসব ব্যাপারে মসজিদের ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেবে। কমিটি সিদ্ধান্ত নেবে যে এই ফল মুসল্লিরা খাবে নাকি মুসল্লিরা মসজিদের স্বার্থে এই ফল বিক্রি করে তার পর সেই টাকা মসজিদের প্রয়োজনীয় খাতে ব্যবহার করবে। কমিটির সিদ্ধান্তের আলোকেই ব্যবস্থাপনা হবে, কাজ সেভাবেই হবে।
সূত্রঃ এনটিভি