প্রশ্ন : পাপকাজের পরে অনুতপ্ত হয়ে যদি সঙ্গে সঙ্গে অন্য আরেকটি ভালো কাজ করি, তাহলে কি সেটা ভালো হবে?
উত্তর : হ্যাঁ। কোনো একটা খারাপ কাজের পরে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করলে ওই খারাপ কাজটিকে মুছে দেবে। খারাপ কাজটিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেবে। তাই ভালো কাজ করার সুযোগ থাকলে তওবার সঙ্গে সঙ্গেই একটি ভালো কাজ করে ফেলুন। এটিই উত্তম কাজ।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন