আব্বু-আম্মু ঝগড়া করছিল

শিক্ষক-ছাত্র কৌতুক August 24, 2017 3,363
আব্বু-আম্মু ঝগড়া করছিল

এক ছাত্রী ক্লাসে দেরি করে এসেছে। তাই শিক্ষক রেগে গিয়ে জিজ্ঞেস করলো. . .


শিক্ষক : তোমার আসতে এতো দেরি হলো কেন?


ছাত্রী : কী করে যে বলি স্যার!


শিক্ষক : জবাব দাও। না হলে পিটিয়ে পিঠের চামড়া তুলে নেবো।


ছাত্রী : স্যার, আমার আব্বু-আম্মু ঝগড়া করছিল।


শিক্ষক : তো তার সাথে তোমার স্কুলে দেরি করে আসার সম্পর্ক কী?


ছাত্রী : সম্পর্ক আছে স্যার।


শিক্ষক : তারা ঝগড়া করুক, তুমি চলে আসতে।


ছাত্রী : সেটা কিভাবে হয় স্যার?


শিক্ষক : কেন?


ছাত্রী : ঝগড়া করার সময় আমার একটা জুতা আব্বুর হাতে আরেকটা জুতা আম্মুর হাতে ছিলো!