ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি

শিক্ষক-ছাত্র কৌতুক August 24, 2017 2,473
ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি

শ্রেণিকক্ষে গণিত শেখাচ্ছে শিক্ষক। তিনি ব্ল্যাকবোর্ডে লিখলেন. . .


শিক্ষক : মনে করো, বাগানের একটি আম গাছে ১৬টি কলা আছে। সেখান থেকে ১৩টি জাম্বুরা পেড়ে নেওয়া হলো, গাছে কয়টা লেবু বাকি থাকবে?


ছাত্র : খাতায় করে দেবো নাকি মুখে বলবো স্যার?


শিক্ষক : মুখেই বলো তো।


ছাত্র : ৯টি হাতি।


শিক্ষক : বাহ! তুমি কিভাবে জানলে?


ছাত্র : কারণ আমি দুপুরে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি!