ঝটপট বিউটি টিপস

রূপচর্চা/বিউটি-টিপস August 22, 2017 1,543
ঝটপট বিউটি টিপস

ছোটখাট সৌন্দর্য সমস্যার সমাধান রয়েছে আপনার হাতের কাছেই। ত্বক ও চুল সুন্দর রাখার পাশাপাশি দিনভর প্রাণবন্ত থাকতে কাজে লাগাতে পারেন এসব বিউটি টিপস। জেনে নিন টুকিটাকি কিছু সৌন্দর্য সমস্যার ঝটপট সমাধান সম্পর্কে।


- চুল রুক্ষ হয়ে গেলে শ্যাম্পু ব্যবহারের আগে লবণ মিশিয়ে নিন। চুল হবে ঝলমলে।


- চোখের পাপড়ি ও ভ্রু ঘন করতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল, ভিটামিন ই ও অ্যালোভেরা জেলের মিশ্রণ লাগান।


- ডার্ক সার্কেল দূর করতে কফি পাউডারের সঙ্গে নারকেল তেল মিশিয়ে সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করুন।


- ভঙ্গুর নখের যত্নে সমপরিমাণ নারকেল তেল ও মধু মিশিয়ে ব্যবহার করুন। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও মেশাতে পারেন মিশ্রণে।


- ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে ১ চা চামচ কুসুম গরম পানির সঙ্গে ১ টেবিল চামচ ময়দা ও ১ চা চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। তুলার টুকরা ভিজিয়ে ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।


- বগলের কালচে দাগ দূর করতে আলু টুকরা করে ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।


- রোদে পুড়ে ত্বক লালচে হয়ে গেলে বেকিং সোডার পেস্ট ব্যবহার করুন।


- গোড়ালি মসৃণ করতে ২ কাপ কুসুম গরম পানির সঙ্গে আধা কাপ বেকিং সোডা ও ১ কাপ ভিনেগার মিশিয়ে পা ডুবিয়ে রাখুন। ২০ মিনিট পর পা ধুয়ে মুছে নিন।


- দাঁত সাদা করতে স্ট্রবেরি অর্ধেক করে বেকিং সোডা মিশিয়ে দাঁতে ঘষুন। মাসে দুইবার ব্যবহার করুন এটি।


- চুল সুরভিত রাখতে হেয়ার ব্রাশে সামান্য সুগন্ধি স্প্রে করে চুল আঁচড়ে নিন।