প্রতিদিন একশটি চুল পড়ে যেতে পারে প্রাকৃতিক নিয়মেই। তবে এর বেশি চুল পড়লেই বিপদ! দীর্ঘদিনের অযত্ন, ধুলাবালি, খুশকিসহ বিভিন্ন কারণে অকালে ঝরে যেতে পারে চুল। চুল পড়া বন্ধ করতে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন পেঁয়াজের হেয়ার প্যাক। এটি নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুলের বৃদ্ধি দ্রুত হবে। খুশকি দূর করার পাশাপাশি চুলে ঝলমলে ভাব আনতেও জুড়ি নেই পেঁয়াজের।
চুলে যেভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস
- একটি পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ বাটা নিন। চাইলে একদম কুচি করেও নিতে পারেন।
- ২ চা চামচ মধু মেশান।
- কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মেশান।
- ভালো করে নেড়ে মিশ্রণটি রেখে দিন ৫ মিনিট।
- মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন।
- ৩ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন চুল।
- পেঁয়াজের গন্ধ দূর করার জন্য পেঁয়াজ বাটার আগে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন পানিতে।
চুলে পেঁয়াজের হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?
- পেঁয়াজের রস ও মধু চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায়। এতে চুল দ্রুত বৃদ্ধি পায়।
- ল্যাভেন্ডার অয়েল চুলের গোড়ায় থাকা জীবাণু দূর করতে সাহায্য করে।
- পেঁয়াজে থাকা বিভিন্ন উপকারী উপাদান চুলের গোড়া শক্ত করে। ফলে বন্ধ হয় চুল পড়া।
- ল্যাভেন্ডার অয়েল ও পেঁয়াজের রস খুশকি দূর করতে সাহায্য করে।
- চুল ঝলমলে ও মসৃণ করে পেঁয়াজের রস ও মধু।