v সিটিং বাসে মেয়েদের জন্য বসার পর্যাপ্ত পরিমাণে সিট খালি থাকলেও যদি কোনো মেয়ে অন্য সিটে বসেন তাহলে ধরে নিবেন তিনি অতি আধুনিক।
v চক্ষু লজ্জার মাথা খেয়ে পাবলিক বাস অথবা কোনো খোলা জায়গায় অবিবাহিত জুটি নিজেদের মধ্যে যদি কোনো ধরনের দূরত্ব বজায় না রাখে, তাহলে বুঝবেন তারা দুজনই অতি আধুনিক।
v দিনের চব্বিশ ঘণ্টার মধ্যে পারলে বত্রিশ ঘণ্টাই যারা হেড ফোন ব্যবহার করেন, তারা কী অতি আধুনিক না হয়ে পারেন।
v যেসব মেয়েরা বান্ধবীকে ‘দোস্ত’ কিংবা ছেলেরা তাদের বন্ধুদেরকে ‘মাম্মা’ বলে সম্বোধন করেন তারাও অতি আধুনিক গ্রুপের পর্যায়ে পড়ে।
v ব্রো, ফ্রান্স, ক্রাশ ইত্যাদি শব্দ ব্যবহারকারী ছেলেমেয়েরা তো অবশ্যই অতি আধুনিক।
v কারো পোশাক পরিচ্ছদ দেখে যদি কোনো আধুনিক মানুষ টাস্কি খেয়ে যান, তাহলে বুঝবেন পোশাকধারী ছেলে/মেয়ে আধুনিকতার মাত্রা ছাড়িয়ে অতি আধুনিকে পৌঁছে গেছেন।
v বিয়েশাদির আগেই যদি কোনো জুটি বাচ্চার চেহারা দেখার ইচ্ছে পোষণ করেন তাহলে তাদের অবস্থান আপনারা নিজ দায়িত্বেই বুঝে নিন।