কথার কোন দাম নেই

শিক্ষক-ছাত্র কৌতুক August 19, 2017 1,039
কথার কোন দাম নেই

শিক্ষক: -বল্টু বলতো ৭ আর ৩ কত হয়?


বল্টু: -(একটু ভেবে) স্যার ১১!


শিক্ষক: (রেগে) ৭ আর ৩ এ ১০ হয় বলতে পারনা?


বল্টু: রেগে এবং চিৎকার করে স্যার আপনের কথার কোন দাম নেই, আপনি মিথ্যুক।


শিক্ষক: কেন?


বল্টু: সেদিন বললেন ৫ আর ৫ এ ১০ হয়, তারপর একদিন বললেন ৬ আর ৪ এ ১০, আর আইজ বলতেছেন ৭ আর

৩ এ ১০, আপনি এক মুখে কয় কথা বলেন? আপনার জবানের ঠিক নাই!!!