প্রাকৃতিকভাবে চুল হাইলাইট করতে চাইলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন পার্শ্বপ্রতিক্রিয়াহীন দারুচিনির হেয়ার প্যাক। চুলে রঙিন আভা নিয়ে আসার পাশাপাশি চুল ঝলমলে ও প্রাণবন্ত করতেও জুড়ি নেই এই হেয়ার প্যাকের।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক
- একটি পাত্রে ১ চা চামচ দারুচিনির গুঁড়া নিন।
- পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন।
- মিশ্রণে হেয়ার কন্ডিশনার মেশান।
- চুলের গোড়ায় হেয়ার প্যাকটি লাগিয়ে রাখুন।
- চুলে সামান্য হাইলাইট করতে চাইলে চুলের আগায় লাগান।
- শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন মাথা।
- ৬ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
দারুচিনির হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?
- চুল নরম ও মসৃণ করে দারুচিনি।
- চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে এটি।
- চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে দারুচিনি।
- চুলে রঙিন আভা নিয়ে আসে।