ফোনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ August 14, 2017 834
ফোনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

দুই সেলফি ক্যামেরার একটি ফোন বাজারে এনেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ফোনটির মডেল ভিভো এক্স নাইন এস বাজারে আনার পর এবার এটির উন্নত ভার্সন বাজারে আনার ঘোষণা দিল ভিভো। চীনের এই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে শিগগিরই তারা নতুন ফোনটি অবমুক্ত করবে। এক্স নাইন এস-এর মতই এক্স নাইন এস প্লাসেও দুই সেলফি ক্যামেরা থাকছে। যার একটি হবে ২০ মেগাপিক্সেলের, অন্যটি ৫ মেগাপিক্সেলের।


ফোনটিতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। এতে আছে ৫.৮৫ ইঞ্চির ফুল অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশনের ১০৮০×১৯২০ পিক্সেল। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ চিপসেট ব্যবহার করা হয়েছে।


ভিভোর ফ্লাগশিপ ফোনটিতে ৬৪ জিবির নন-এক্সপান্ডেল মেমোরি ব্যবহার করা হয়েছে। ছবির জন্য এর রিয়ারে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।


ব্যাকআপের জন্য আছে ৪০১৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনটির মূল্য ৫৪৫ ডলার।