ইনফিনিটি ডিসপ্লেসহ বাজারে আসছে মাইক্রোম্যাক্সের নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ August 11, 2017 1,174
ইনফিনিটি ডিসপ্লেসহ বাজারে আসছে মাইক্রোম্যাক্সের নতুন ফোন

ইনফিনিটি ডিসপ্লেসহ বাজারে আসছে মাইক্রেম্যাক্সের নতুন স্মার্টফোন। মাইক্রোম্যাক্স সম্প্রতি এক দাওয়াতপত্রে ২২ আগস্ট নতুন এ ফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। দাওয়াতপত্রে স্মার্টফোনটি যে ইনফিনিটি সিরিজ থেকে বের হচ্ছে তার ইঙ্গিত দেওয়া হয়েছে।


স্মার্টফোনটিতে কার্ভড গ্লাস ডিসপ্লে আছে। সেন্সর, এয়ারপিস এবং ফ্রন্ট ক্যামেরাসহ এতে টপ বেজেল বিদ্যমান। অনলাইনে প্রকাশিত সাম্প্রতিক সব প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনটিতে ১৮:৯ অনুপাতে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে আছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে বলেও শোনা যাচ্ছে।


সম্প্রতি মাইক্রোম্যাক্স টুইটারে এক টিজার ভিডিওতে ইভোক ডুয়াল নোট বাজারে ছাড়ার ইঙ্গিত দিয়েছে। এতে বলা হয়েছে ইভোক ডুয়াল নোট খুব শিগগির বাজারে আসছে। এর আগে ইভোক নোট বাজারে ছেড়েছিল মাইক্রোম্যাক্স। ইভোক ডুয়াল নোট নামের নতুন ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর আগে ডুযাল ৫ হ্যান্ডসেটে ডুয়াল রিয়ার ক্যামেরা যুক্ত করেছিল মাইক্রোম্যাক্স।