

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল লেনোভো কে এইট নোট। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে দুই রিয়ার ক্যামেরা রয়েছে। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ১২ হাজার ৯৯৯ রুপি।
লেনোভো কে৮ নোট নিয়ে টেকপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল গত কয়েক মাস ধরে। লেনোভোর ‘ভাইব’ ইউজ়ার ইন্টারফেসের বদলে এই ফোনে স্টক অ্যানড্রয়েড ৭.১.১ ব্যবহার করা হয়েছে।
নজরকাড়া ফিচারের মধ্যে রয়েছে ফ্রন্ট ফ্ল্যাশ। যা সেলফি প্রেমীদের পছন্দ হবেই।
ফোনটিতে আছে মিডিয়াটেক এমটি৬৭৯৭ চিপসেট, কর্টেক্স ডেকা কোর প্রসেসর, র্যাম ৩ জিবি ও ৪ জিবি।
ডুয়াল রিয়ার ক্যামেরার একটি ১৩ মেগাপিক্সেলের। অন্যটি ৫ মেগাপিক্সেলের। এর সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।
লেনোভোর নতুন ফোনটিতে ৫.৫ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে সঙ্গে গোরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এটি ৩২ জিবি ও ৬৪ জিবি ইনবিল্ট মেমোরিতে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এতে র্যাপিড চার্জ ফিচার যুক্ত করা হয়েছে।
ফোনটির সঙ্গে ১৫ ওয়াট চার্জার দিচ্ছে লেনোভো। দাবি, একবার চার্জ দিলে ২৪.৭ ঘণ্টা টকটাইম মিলবে এই ফোনে। সঙ্গে রয়েছে ওয়াটার রিপ্যালেন্ট কোটিং।
ম্যাগনেশিয়াম অ্যালয় ও পলিকারবনেটের ফ্রেম সহজে ভাঙবে না।









