মধু ও বেকিং সোডা: ত্বক হবে উজ্জ্বল

রূপচর্চা/বিউটি-টিপস August 9, 2017 987
মধু ও বেকিং সোডা: ত্বক হবে উজ্জ্বল

ত্বকের যত্নে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহারের বিকল্প নেই। প্রাকৃতিক উপাদানের সাহায্যে ত্বক রাখতে পারেন সুন্দর। মধু ও বেকিং সোডার তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। ত্বকের যত্নে দুইভাবে ব্যবহার করতে পারেন মধু ও বেকিং সোডা। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক।


→ ফেসপ্যাক- ১


- পাত্রে ১ চা চামচ দই নিন।


- ১ চা চামচ মধু মেশান।


- মিশ্রণে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ভালো করে নেড়ে নিন।


- মিশ্রণটি ত্বকে লাগান।


- ৩০ মিনিট পর ধীরে ধীরে ঘষে উঠিয়ে ফেলুন।


→ ফেসপ্যাক- ২


- একটি পরিষ্কার ও পাতলা কাপড় পানিতে ভিজিয়ে নিংড়ে নিন।


- কাপড়ের ওপর ১ চা চামচ মধু নিন।


- মধুর উপর বেকিং সোডা ছিটিয়ে দিন।


- আঙুলের সাহায্যে দুইটি উপাদান একসঙ্গে মিশিয়ে কাপড়টি ত্বকে ঘষুন।


- ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।


→ বেকিং সোডা ও মধু ত্বকে ব্যবহার করবেন কেন?


- বেকিং সোডা ত্বকের মরা চামড়া দূর করে।


- মধু ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।


- বেকিং সোডা ও মধু একসঙ্গে ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।


- ফেসপ্যাকটি ত্বক ব্লিচ করে। ফলে উজ্জ্বল ও কোমল হয় ত্বক।


- লোমকূপে জমে থামা ময়লা পরিষ্কার করতে পারে এই ফেসপ্যাক।


- ত্বকের কালচে দাগ দূর করে সুন্দর করে ত্বক।