চলতি বছরের শেষে আসছে পিক্সেল-২

মোবাইল ফোন রিভিউ August 8, 2017 1,193
চলতি বছরের শেষে আসছে পিক্সেল-২

গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল-২ চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে। বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এর আগে গুগল পিক্সেল এবং পিক্সেল এক্সএল জনপ্রিয়তা পাওয়ায় নতুন ফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।


গুগল তাদের নতুন ফোনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইতিমধ্যে পিক্সেল-২ এর ফাঁস হওয়া ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ফোনটির নিচে এবং ওপরে রয়েছে দুটি স্পিকার। পেছনের দিকে মাঝখানে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এছাড়া পেছনের ওপরের দিকে এলইডি ফ্ল্যাশসহ রয়েছে একটি ক্যামেরা।


টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পিক্সেল-২ স্মার্টফোনের ডিসপ্লে হবে ৪ দশমিক ৯৭ ইঞ্চির যা সম্পূর্ণ এইচডি। ৪ গিগা র‌্যাম দিয়ে পরিচালিত এ ফোনের ইন্টারনাল স্টোরেজ হবে ৬৪ গিগা। অন্যদিকে গুগল পিক্সেল এক্সএল স্মার্টফোনটি হবে আরও উচ্চক্ষমতা সম্পন্ন।