এলো নকিয়ার ক্যামেরা অ্যাপ

এপস রিভিউ August 8, 2017 3,206
এলো নকিয়ার ক্যামেরা অ্যাপ

অ্যানড্রয়েডের মোড়কে বাজারে পাওয়া যাচ্ছে নকিয়ার স্মার্টফোন। এবার প্লে স্টোরে এল নকিয়ার ক্যামেরা অ্যাপ। এই অ্যাপ যেকোনো ফোনে ব্যবহার করা যাবে। অ্যাপটির বিশেষ সুবিধা হচ্ছে এটি ডেভেলপাররা ইচ্ছে মাফিক পরিমার্জন করে নিতে পারবেন।


বাংলাদেশের বাজারে এখন নকিয়া তিনটি ফোন পাওয়া যাচ্ছে। শিগগিরই নকিয়ার বহরে যুক্ত হচ্ছে আরও কিছু ফোন।


অ্যাপটির ডাউনলোড লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=com.withings.home&hl=en