পোশাকে তরল নাপাকি দূর হবে কীভাবে?

ইসলামিক শিক্ষা August 6, 2017 2,525
পোশাকে তরল নাপাকি দূর হবে কীভাবে?

প্রশ্ন : তরল নাপাকি কাপড় থেকে চলে গেল কি না, বুঝব কীভাবে? পানির সঙ্গে তো পার্থক্য করা যায় না।


উত্তর : এতটুকুই যথেষ্ট। পানি দিয়ে আপনি যখন ধৌত করবেন, তখনই আপনি নিশ্চিত হবেন যে তরল নাপাক বস্তু চলে গেছে। নাপাক বস্তুর কোনো চিহ্ন যদি কোথাও অবশিষ্ট না থাকে এবং পানিতে ধোয়ার পর যখন নাপাক বস্তু পানিতে মিশে যায়, এতেই পবিত্র হয়ে যায়।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন