মধুর ফেসপ্যাক: ব্রণ দূর হবে ঝটপট!

রূপচর্চা/বিউটি-টিপস August 5, 2017 1,785
মধুর ফেসপ্যাক: ব্রণ দূর হবে ঝটপট!

ব্রণ দূর করার জন্য মধু ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। মধু সরাসরি লাগাতে পারেন ত্বকে। আবার নিম ও দইয়ের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। সারারাত লাগিয়ে রেখে পরদিন ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ। পাশাপাশি ত্বক হবে কোমল ও উজ্জ্বল।


→ মধু


- সরাসরি মধু লাগান ত্বকে


- ব্রণযুক্ত ত্বকে মধু লাগান।


- ব্যান্ড এইড দিয়ে ত্বক ঢেকে নিন।


- সারারাত রাখুন।


- পরদিন সকালে ত্বক পরিষ্কার করে ধুয়ে ফেলুন।


→ মধু ও নিম


- একটি পাত্রে নিম পাতার গুঁড়া নিন।


- প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।


- পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট।


- ত্বক মুছে নিন।


- পরদিন সকালে ত্বক ধুয়ে ফেলুন।


→ মধু ও দই


- একটি পাত্রে ২ টেবিল চামচ পানি নিন।


- আধা চা চামচ মধু মেশান।


- আধা চা চামচ দই মিশিয়ে নেড়ে নিন।


- তুলার টুকরা ভিজিয়ে ত্বকে ঘষে নিন।


- সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন ত্বক।


→ ত্বকে মধু ব্যবহার করবেন কেন?


- ব্রণের জন্য দায়ী জিবানু দূর করে মধুতে থাকা অ্যান্টি-সেপ্টিক উপাদান।


- লোমকূপের ভেতর থেকে ময়দা দূর করতে সাহায্য করে মধু।


- ত্বকের অতিরিক্ত তেল দূর করে ব্রণমুক্ত রাখে ত্বক।


- মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ব্রণ দূর করতে সাহায্য করে।


- মধু ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।