মনের মতন ছেলে পেতে কী দোয়া করতে হবে?

ইসলামিক শিক্ষা August 4, 2017 2,165
মনের মতন ছেলে পেতে কী দোয়া করতে হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।


জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।


আপনার জিজ্ঞাসার ২০০০তম পর্বে মনের মতন ছেলে পেতে কী দোয়া করতে হবে, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে চিঠিতে জানতে চেয়েছেন রোকেয়া বেগম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।


প্রশ্ন : আমি আল্লাহর কাছে নিজের জন্য অনেক প্রার্থনা করেছি, আমার মনের মতন ছেলে পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ এখনো কবুল করছেন না। কী দোয়া করলে আল্লাহ কবুল করবেন? সময় তো চলে যাচ্ছে।


উত্তর : আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করুন, বিশেষ করে রাতে নামাজের পর আপনি দোয়া করতে পারেন। সেটা সবচেয়ে উত্তম হয়। আল্লাহ সুবানাহুতায়ালা আল্লাহর বান্দাদের দোয়া কবুল করেন, কোনো সন্দেহ নেই। সেটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন, কিছু অপেক্ষা করতে হয়। হয়তো আপনাকে সেই অপেক্ষা করতে হবে, অস্থিরতার কোনো কারণ নেই।


সূত্রঃ এনটিভি